রাসুল (সা:) একটি হাদিসের মধ্যে বলেছেন = ( মান তারকা সলাতু মুতাআম্মিদান ফাকত কাফার ) । মানে হল যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ কে ছেঁড়ে দেই বা অস্বীকার করে সে ব্যক্তি কুফরি করল । আর কেও যদি কুফরি করে সে ব্যক্তি মুমিন থাকে না ।

কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরী অবলম্বন করছ? অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনিই তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন। পুনরায় তোমাদেরকে জীবনদান করবেন। অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে। সূরা আল বাকারা ( আয়াত নং - ২৮ )

মন্তব্যসমূহ